আরিফুল ইসলাম রিয়াজ, (ষ্টাফ রিপোর্টার)
শেরপুর, বগুড়া – প্রেমের সম্পর্কের আড়ালে প্রতারণা ও গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন মোছাম্মদ বাসনা খাতুন (৩০)। তিনি অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত রতন কুমার মণ্ডল ওরফে বাবু (৩৬) নিজেকে মুসলিম পরিচয়ে ধর্ম গোপন করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে গোপনে তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করেন।
অভিযোগপত্রে বাসনা খাতুন জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নিয়মিত ভিডিও আপলোড করতেন। সেখানেই রতন কুমার মণ্ডল তার সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং দুই বছরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের ২৪ এপ্রিল রতন তাকে জানান, তিনি রাজনৈতিক কারণে বিপদে আছেন এবং আশ্রয় চান। বাসনা খাতুন সরল বিশ্বাসে তাকে বাসায় আশ্রয় দেন।
পরদিন সকালে, বাসনা খাতুন গোসলের সময় রতন গোপনে তার মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং চালু রেখে ঘরের মধ্যে রেখে যান। গোসল শেষে বাসনা খাতুন যখন পোশাক পরিবর্তন করছিলেন, তখন তার ব্যক্তিগত মুহূর্ত ভিডিও ধারণ করা হয়। পরে রতন সেই ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন এবং হিন্দুদের ছেলে রতন কুমার মণ্ডল ওরফে বাবু, বাসনা খাতুন কাছ থেকে প্রায় ৩ লক্ষ ১০ হাজার টাকা প্রতারণা ও ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিয়েছেন,এছাড়া ব্ল্যাকমেইল করে একাধিক বার ধর্ষণ করা হয়েছে বলে জানান।
বাসনা খাতুনের অভিযোগে আরও উল্লেখ করা হয়, রতন কুমার মণ্ডল ছাড়াও তার ভাই স্বপন কুমার মণ্ডল (৩৩), পিতা আলী পদ মণ্ডল (৫৭) এবং মাতা মালঞ্চ মণ্ডল (৪৮) এই প্রতারণার সঙ্গে জড়িত। তারা সবাই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর ইউনিয়নের মরাগাং গ্রামের বাসিন্দা।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা আবারও স্পষ্ট হলো। সকলকে অনুরোধ করা হচ্ছে, অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য বা সম্পর্ক গড়ে তোলার আগে ভালোভাবে যাচাই-বাছাই করুন।