
আরিফুল ইসলাম রিয়াজ, (ষ্টাফ রিপোর্টার):
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১১ নং রতনপুর দূলাবালা,চকপারুয়া,পালতকাটি,টুংগীপুর গ্রামের দীর্ঘদিনের ভোগান্তি দূরীকরণে মানবিক উদ্যোগ নিয়ে সামনে এসেছেন কালিগঞ্জ সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক ও রতনপুর ইউনিয়ন এর জামায়াতে ইসলামীর কর্মী, গড়ুইমহল মানবকল্যান যুব সংস্থা ও আশার বৃত্ত যুব সংস্থা এর প্রধান উপদেষ্টা রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন তার ব্যক্তিগত অর্থায়নে, এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে সংস্কার চলছে দূলাবালা– চকপারুয়া– পালতকাটি–টুংগীপুর গ্রামের সংযোগ সড়ক। প্রায় ৩ হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা এই সড়কটি।দীর্ঘদিন অবহেলা ও সংস্কারের অভাবে জরাজীর্ণ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। স্থানীয়দের অভিযোগ, রাস্তার ভাঙাচোরা অবস্থার কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে ছিলেন। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজে যাতায়াত ছিল সবচেয়ে কষ্টকর। এ অবস্থায় শেখ আলমগীর হোসেনের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে শুরু হওয়া সংস্কার কাজ এলাকাবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগ কেবল একটি সড়ক সংস্কার নয়; বরং প্রবাসীদের সামাজিক দায়বদ্ধতা ও এলাকার মানুষের প্রতি আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা বলেন, “শেখ আলমগীর হোসেন আমাদের গ্রামের মানুষের হৃদয়ের মানুষ। তার মতো একজন প্রবাসী যে ব্যক্তিগত অর্থে মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন, তা আমাদের জন্য গর্বের।”এলাকার প্রবীণরা জানান, প্রবাসীরা শুধু পরিবারে নয়, সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শেখ আলমগীরের এই পদক্ষেপ সেই চেতনার প্রতিফলন। বক্তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকলে রতনপুর ইউনিয়নের মৌলিক অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে।
শেখ আলমগীর হোসেন বলেন“ আমি রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সেবার জন্য। রাজনীতি আমার কাছে কোনো ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার হাতিয়ার নয়,এটি মানুষের কল্যাণের একটি অঙ্গীকার। আমি বিশ্বাস করি, উন্নত রতনপুর গড়ে তোলা সম্ভব সবার ঐক্য ও ভালোবাসায়। আমি আপনাদের দোয়া চাই, যেন আপনারা আমাকে সুযোগ দিলে আমি সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে পারি।”তিনি আরও বলেন, “রতনপুর ইউনিয়ন হবে এমন একটি এলাকা যেখানে সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক সেবায় বৈষম্য থাকবে না। আমি চাই গ্রামের প্রতিটি মানুষ যেন মনে করেন, এই ইউনিয়ন তাদের স্বপ্নের ঠিকানা।”এলাকাবাসী তার এই বাস্তব পদক্ষেপকে নির্বাচনী প্রতিশ্রুতির চেয়েও বড় একটি প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, সুযোগ পেলে শেখ আলমগীর হোসেন একজন প্রকৃত জননেতা হিসেবে রতনপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।