কালিয়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জারজিদ মোল্যার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়নের সকল ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, চেয়ারম্যান নিয়মিত মাসিক মিটিং করেন না। ইউপি সচিব মো. ইব্রাহিম হুসাইনের সহযোগিতায় সদস্যদের স্বাক্ষর জাল করে রেজুলেশন খাতায় প্রকল্পের তালিকা তৈরি করে জমা দেন। প্রকল্প বাস্তবায়ন কমিটি তিনি নিজস্বভাবে গঠন করেন। এমনকি উপজেলা মাসিক সভাতেও তিনি উপস্থিত থাকেন না।
ইউপি সদস্যদের অভিযোগ, চেয়ারম্যান ও সচিবের যোগসাজশে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, কাবিখা ও টিআর প্রকল্প বাস্তবায়ন না করে মনগড়া কমিটি তৈরি করে রেজুলেশনে স্বাক্ষর জাল করে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করেছেন। তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলাও রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইউপি সদস্যরা। তবে মো. জারজিদ মোল্যার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।