কালিয়া (নড়াইল) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আদর্শে অনুপ্রাণিত হয়ে নড়াইল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ও আমেরিকার টেক্সাস স্টেট বিএনপি’র নির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির এর হাত ধরে হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেছেন।
গত ২ অক্টোবর সন্ধ্যায় কালিয়া থানার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থ রাজবংশী পাড়া, ঋষি পাড়া ও সাহা পাড়ার তিনটি পূজা মণ্ডপ প্রাঙ্গণে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া থানা বিএনপি’র সভাপতি সরদার আনোয়ার হোসেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সহ-সাংগঠনিক সম্পাদক সুকেশ সাহা আনন্দ, সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম সাগর।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কালিয়া থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক গুলাম কিবরিয়া মিঠু, নড়াইল জেলা কৃষক দলের সাবেক সভাপতি রিজাউল মোল্লা, সালামাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিনুর আলম, কালিয়া পৌর বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক হায়দার আলম, বিএনপি নেতা বাবুল জোয়ারদার, কালিয়া থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জিন্দারুল জোয়াদ্দার, পিরোলী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, বিএনপি নেতা মাহমুদ মোল্লা ও পিরোলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
তিনটি অনুষ্ঠানের সঞ্চালনা করেন কালিয়া থানা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন আনসারী।