টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। চুক্তি অনুযায়ী উপত্যকাটিতে সংঘাত বন্ধের পাশাপাশি বন্দিবিনিময় করবে দুই পক্ষ।
সমঝোতার ভিত্তিতে গাজায় নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা প্রত্যাহারও করবে ইসরায়েল। দুই পক্ষের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার এই খবরে আনন্দ–উল্লাস করছেন গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আসবে বলে উদযাপন হয়েছে ইসরায়েলেও।
মিসরের পর্যটন শহর শারম আল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। সেখানে গাজায় সংঘাত বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে দুই পক্ষের মধ্যে পরোক্ষ এই আলোচনা চলছে। এতে মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক।
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসায় মুসল্লিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
উম্মতি মুহাম্মদী (সা.) পক্ষ থেকে এ মিষ্টি বিতরণ কর্মসূচিতে অংশ নেন টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রইছুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হাসান, উপজেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের কর্মী এসএম লিমন ও সোহেল বিশ্বাসসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।