গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আজ বুধবার(৫মার্চ) শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্য ১৭ টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামন প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার বিভিন্ন বয়সের ১৭জন শারীরিক প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন,মানুষের দুঃখ কষ্ট দূর করতে সরকার থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু অনেক সময় প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষেরা সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে থাকে।সরকারের একজন কর্মচারী হয়ে আমার দায়িত্ব মানুষের জন্য কিছু করা। তাই হাঁটাচলা করতে অক্ষম ও প্রকৃত দরিদ্র মানুষদের বাছাই করে আজ এই হুইল চেয়ার দেওয়া হল। এই কার্যক্রম চলমান থাকবে।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন অর রশিদ, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সেবগাতুল্যাহ, শপথ বৈরাগী, ইসতিয়াক মাহমুদ, ফরদিন খান প্রিন্স সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।