কালিয়া(নড়াইল)
নড়াইলের কালিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের কাজ জনবল সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় অফিসের দৈনন্দিন কাজকর্ম ও চলমান উন্নয়ন কাজ তদারকি ব্যাহত হচ্ছে। কালিয়া উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, এই কার্যালয়ে মোট জনবল ২১ জন থাকার কথা থাকলেও আছে মাত্র ১০ জন।
উপজেলা প্রকৌশলীর গুরুত্বপূর্ণ পদটি দীর্ঘ ৭/৮ বছর যাবত শূন্য রয়েছে। সহকারী উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল সাড়ে ৩ বছর উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করে চলতি বছরের জুন মাসে অন্যত্র বদলী হওয়ায় গুরুত্বপূর্ণ এ দুটি পদই শূন্য রয়েছে। বর্তমানে লোহাগড়া উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
উপসহকারী প্রকৌশলী ৩ জন থাকার কথা থাকলেও বিগত ৭ বছর যাবত রয়েছে ১ জন। নক্সাকার উপসহকারী প্রকৌশলী নেই ৫ বছর, সার্ভেয়ার নেই ২ বছর, ৬ মাস নেই হিসাব রক্ষক, সহকারীকে দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। আর নৈশ প্রহরী আদৌ ছিল কিনা অফিসে কর্মরতরা জানেন না।
কালিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি)গুরুত্বপূর্ণ এ পদগুলো শূন্য থাকায় ঠিকাদাররা সময় মত তাদের টেন্ডার কাজের বিল পেতে দিনের পর দিন অফিসে ঘুরতে দেখা যায়। এছাড়া বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন বিল পেতে গণমাধ্যম কর্মীদের ও অনেক বিড়ম্বনায় পড়তে হয়। জনবল সংকটের কারণে দ্বায়সারা ভাবে চলছে কালিয়ার এলজিইডি অফিস। জনবল সংকটের কারণে চলমান উন্নয়ন প্রকল্প, কালর্ভাট, সড়কসহ বিভিন্ন উন্নয় কাজ মনিটরিং করতে হিমসিম খেতে হচ্ছে অফিসের অন্যান্য কর্মকর্তাদের।
স্থানীয় ঠিকাদার ও ইউপি চেয়ারম্যানেরা বলেন, কালিয়া উপজেলায় প্রতিবছর এডিবিসহ প্রায় ৫০ টি কাজের টেন্ডার হয়ে থাকে। কিন্তু বিলের জন্য অফিসে দিনের পর পর দিন ঘুরতে হয়। এতে জনগণ�