টুঙ্গিপাড়ায উপজেলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৫, রবিবার — গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিনথিয়া মিম (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত সিনথিয়া মিম টুঙ্গিপাড়া উপজেলার নিলফা মডান কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে সিঙ্গিপাড়া এলাকার মোহাম্মদ মিরাজ শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি বাস যার (নম্বর ১৫৯৪৩৩) সিনথিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনাটি ঘটে নিলফা বাজার এলাকায় মেইন সড়কে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। দুর্ঘটনার পর চালক দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী চালককে আটকানোর চেষ্টা করলেও চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান এবং গাড়ি থানায় নিয়ে যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং ইমাদ পরিবহন বন্ধের দাবি জানান।
স্থানীয়রা অভিযোগ করেন, ইমাদ পরিবহনের বেপরোয়া চালনোর কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে। কিছুদিন আগে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তানভীর আহম্মেদ সায়াদ পাটগাতি ব্রিজে ইমাদ পরিবহনের আরেকটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।
এলাকাবাসী দ্রুত এর বিচার চায় ।