টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ কেন্দ্র করে দায়ের করা মামলায় সাবেক পৌর কমিশনার নাসির শেখ কে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
আজ ৪ অক্টোবর (শনিবার) দুপুরে উপজেলার শ্রীরামকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিপিএম-পিপিএম।
ওসি জানান, “এনসিপির গোপালগঞ্জ সমাবেশকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় টায়ার জ্বালিয়ে রাস্তায় আতঙ্ক সৃষ্টি সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন এবং যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনে মামলার অন্যতম আসামি হিসেবে নাসির শেখকে গ্রেফতার করা হয়েছে।”
গ্রেফতারের পর দুপুর ৩টার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নাসির শেখ টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের ভাই । তার বিরুদ্ধে এই মামলার পাশাপাশি অতীতে আরও কিছু রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া এলাকায় বেশ কিছু অস্থিরতা দেখা দেয়। প্রশাসন শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে এবং এখন পর্যন্ত একাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।