টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। প্রতিমাশিল্পীরা ব্যস্ত শেষ রঙ তুলির আঁচড়ে, কেউ করছেন ফিনিশিং কাজ, আর আয়োজকরা সাজসজ্জা ও আলোকসজ্জার কাজে যোগ করছেন নতুনত্ব।
আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। টানা পাঁচ দিনব্যাপী এই মহোৎসব বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
এ বছর টুঙ্গিপাড়া উপজেলায় মোট ৮৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা— শান্তিপূর্ণ পরিবেশে যেন সবার অংশগ্রহণে উৎসব সম্পন্ন হয়। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব, বিজিবি ও স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে পূজাকে ঘিরে জমে উঠেছে টুঙ্গিপাড়ার বাজারগুলো। নতুন পোশাক, প্রসাধনী, খেলনা আর মিষ্টির দোকানে উপচে পড়া ভিড়। বিক্রেতারা ব্যস্ত ক্রেতা সামলাতে, আর ক্রেতাদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে।
এবার দেবী দুর্গার গজে আগমন ও দোলায় গমন হবে। পুরোহিতদের মতে, গজে আগমন শান্তি ও সমৃদ্ধির প্রতীক, আর দোলায় গমনকে অশুভ সংকেত হিসেবে ধরা হয়। তবে এসবের মাঝেই ভক্তরা মুখিয়ে আছেন আনন্দ আর উৎসবের আমেজে মাততে।