টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ও দর্শনীয় স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার এর দিকনির্দেশনায় উপজেলার সকল পরিছন্নতা কর্মীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ ও দর্শনীয় স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে টুঙ্গিপাড়া উপজেলা চত্বর, উপজেলার দর্শনীয় স্থান টুঙ্গিপাড়া সরকারি কলেজ ও টুঙ্গীপাড়া বাসস্ট্যান্ডের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা ও পরিবেশকে সুন্দর রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন,পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু আমাদের চারপাশকে দৃষ্টিনন্দন করে তোলে না, বরং মানুষের সুস্থ ও সুন্দর জীবনের জন্যও অত্যন্ত জরুরি। টুঙ্গিপাড়া কে আর ও সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সবাই মিলে কাজ করলে আমাদের এ উপজেলা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহীনুজ্জামান, সহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ আলী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন
টুঙ্গিপাড়া বাস স্ট্যান্ড এর স্থানীয়রা জানান, আগে এই জায়গা গুলো পরিত্যক্ত ছিল। উপজেলা প্রশাসন উদ্যোগে পর্যটকদের বসার জায়গা করে দিয়ে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ তৈরি হয়েছে। বর্তমানে বর্ষাকালে কিছু ছোট ছোট গাছের কারণে জায়গাগুলো অপরিষ্কার হয়েছিল এখন পরিষ্কার করে আবার আগের মত মনোরম এবং প্রাকৃতিক দৃশ্য ফিরে আসলো নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।