
কালিয়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইলের নড়াগাতীতে শিক্ষার্থী আল- মামুন হত্যাকান্ডের বিচারের দাবীতে ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন করেছে নিহতের স্বজন, শিক্ষার্থীরাসহ সর্ব স্তরের জনগন। ২৫ আগষ্ট (সোমবার) সকাল ১১ টায় থানার যোগানীয়া বাসষ্টান্ডে শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন করেন তারা।
এ সময় স্থানীয় মোঃ তনু শেখ বলেন, এতদিন অতিবাহিত হলেও পুলিশ কোন আসামী ধরতে পারেনি এবং স্কুল কর্তৃপক্ষও কোন পদক্ষেপ গ্রহন করেনি এটা দুঃখজনক। হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
যোগানীয়া ডুমুরীয়া নলামারা হাই স্কুলের শিক্ষক খাইরুল আলম ভুইয়া প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান
মামুনের মামা আমানত ইসলাম পারভেজ বলেন, চলতি মাসের ৮ তারিখে চিকিৎসাধীন অবস্থায় আল- মামুনের মৃত্যু হয়েছে। ১১ তারিখে মামলা হয়। আজ ২৫ তারিখ, অথচ পুলিশ কোন আসামী আটক করতে পারেনি। দ্রুত আসামীদের আটক করে আইনের আওতায় আনার জন্যই আজকের মানববন্ধন বলে তিনি জানান।
নিহতের বাবা হাবিবুর রহমান ও বোন মুসলিমা ও জাকিয়া সুলতানা বলেন, আল মামুন যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। কিশোর গ্যাং এর বর্বরতায় আর কোন মা বাবার বুক যেন খালি না হয়।
মানববন্ধনে নৃশংস এ হত্যাকান্ডের বিচার চেয়ে আরো বক্তব্য রাখেন স্থানীয় কাকা মিয়া লস্করসহ শিক্ষার্থীরা।
জানা যায়, তুচ্ছ ঘটনার জেরে গত ২২ জুলাই দুপুরে যোগানিয়া বাজারের প্রহ্লাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে গেলে একই এলাকার নলীন নন্দীর ছেলে শিমুল নন্দীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শিমুল সেলুনে থাকা চুল কাটা কাঁচি দিয়ে মামুনের গলায় আঘাত করলে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগষ্ট সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১১ আগষ্ট নিহতের বাবা মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে জড়িত ১৩ জনকে আসামী করে নড়াগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত কোন আসামী আটক না হওয়ায় আজকের এই মানববন্ধন।