
কালিয়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড (মূলশ্রী) বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ আগষ্ট রাতে ইউনিয়নের মূলশ্রী গ্রামে নড়াইল ১ আসনের সাবেক সাংসাদ মরহুম আবুল বাশার সিকদারের নিজ বাড়ী প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনা করেন। এ সময় নড়াইল -১ (নড়াইল সদর, কালিয়া,নড়াগাতি) আসনের বিএনপির সম্ভাব্য দলীয় এমপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম এর পক্ষে ভোট প্রার্থনা করা হয় এবং ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানানো হয়। এ সময় বক্তারা আরও বলেন, বিগত বিএনপির দুর্দিনে একমাত্র বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল -১ এর মানুষের পাশে ছিলেন। আগমী নির্বাচনে এ আসন থেকে বিপুল ভোটে বিশ্বাস জাহাঙ্গীর আলম কে জয়যুক্ত করা এবং দলীয় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আশা ব্যাক্ত করেন বক্তারা।
সভায় পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মল্লিক কামরুজ্জামান হিটুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি ঠাকুর আবুল আজম, বিশেষ অতিথী ছিলেন পহরডাঙ্গা ইউনিয় বিএনপির সভাপতি বিএম নজরুল ইসলাম কাবুল, মূলশ্রী ওয়ার্ড বিএনপির সভাপতি সিকদার এনায়েত হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,ইসলামী ফাউন্ডেশন পরিচালক ও খুলনা বিভাগীয় প্রধান মাওলানা আনিসুজ্জামান সিকদার, কালিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আজাদুর রহমান মিঠু।
সাবেক কেন্দ্রীয় নেতা জিয়া পরিষদ, আহম্মেদুজ্জামান সিকদার, নড়াগাতি থানা বিএনপির সহ-সভাপতি বিশ্বাস নওশের আলী, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।