
আরিফুল ইসলাম রিয়াজ, (ষ্টাফ রিপোর্টার), বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হঠাৎ করেই উপজেলার নির্বাহী অফিসারসহ কয়েকজন সরকারি কর্মকর্তার মোবাইল ফোন ক্লোনিং ও হ্যাকিংয়ের শিকার হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে প্রকাশিত এক জরুরি নোটিশে বিষয়টি সর্বসাধারণকে জানানো হয়।
নোটিশে বলা হয়, একটি অসাধু চক্র ইউএনও ও অন্যান্য কর্মকর্তাদের নাম্বার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করছে এবং নানা ধরনের প্রলোভন দেখিয়ে অর্থ লেনদেনের চেষ্টা করছে।
ইউএনওর বার্তাটি এখানে হুবহু তুলে ধরা হলো:
“প্রিয় মোল্লাহাটবাসী,
সম্প্রতি একটি অসাধু চক্র উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের মোবাইল ফোন ক্লোনিং/হ্যাক করে বিভিন্ন ব্যক্তিকে প্রলোভন দেখিয়ে ফোন করছে। কারো সাথে কোন ধরণের অর্থনৈতিক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ করছি।”
এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও, একইসঙ্গে সচেতনতার জন্য ইউএনওর এমন দ্রুত পদক্ষেপকে অনেকেই প্রশংসা করেছেন।