গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিজয়া অষ্টমীর দিনে তিনি রাখলে বাড়ি শ্রী শ্রী মন্দিরসহ আশেপাশের মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে এস এম জিলানী বলেন,
আপনারা নির্ভয়ে পূজা করুন। বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সবসময় আপনাদের পাশে আছেন। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা নিয়েই আমরা দেশ গড়তে চাই।”
তিনি আরও বলেন,
২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান। আমি টুঙ্গিপাড়া-কোটালিপাড়ার সন্তান, গত দুইবার প্রার্থী হলেও আপনাদের কাছে আসতে পারিনি। এবার আমাকে সুযোগ দিন, উন্নয়নের রোল মডেল হিসেবে এই এলাকা গড়ে তুলবো।
স্থানীয় জনগণ এস এম জিলানীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি মণ্ডপে পূজারীদের খোঁজখবর নেন, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে আশ্বাস দেন।
পূজামণ্ডপ পরিদর্শনে তার সঙ্গে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম জিলানী বর্তমানে গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রধান মুখ। তার ধারাবাহিক গণসংযোগ, মতবিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় আলোচনার ঝড় উঠেছে।
সবশেষে তিনি বলেন, “এই মাটি আমার, এই মানুষ আমার—আপনারা আমাকে একবার সুযোগ দিন।”